নির্বাচনের প্রাক্কালে পান্ডবেশ্বরে সংখ্যালঘু সেলের কমিটি গঠন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের
আমার কথা-পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৩ফেব্রুয়ারীঃ
সংখ্যালঘু সেল এর কমিটি গঠন ঘিরে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল পাণ্ডবেশ্বরে। ঘটনাটি ঘিরে চাপানউতোর শুরু হয়েছে দলের অন্দরে। সোমবার পান্ডবেশ্বরের হরিপুরে বিধায়ক কার্যালয়ে তৃণমূল নেতা মনির মন্ডল সংখ্যালঘু সেলের নতুন কমিটির ঘোষণা করেন সাংবাদিক সম্মেলন করে। এরপরেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে।
উল্লেখ্য , কয়েকদিন আগে জেলা থেকে পাণ্ডবেশ্বর ব্লকের সংখ্যালঘু সেলের কমিটি গঠন ও পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সংগঠনের ব্লক সভাপতি করা হয় হায়দার আলী মন্ডলকে। তিনি এলাকায় মন্ত্রী মলয় ঘটক ও দলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামী হিসেবে পরিচিত।
এদিকে, সোমবার সাংবাদিক সম্মেলন করে পান্ডেবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মনির মন্ডল নিজেকে সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি হিসাবে দাবি করেন। সেই সাথে কমিটির অন্যান্য সদস্যদের নাম ও তিনি ঘোষণা করেন। বলেন দলের নির্দেশেই এই কমিটি তৈরি করা হয়েছে। আগের ঘোষণা করা কমিটির কোনো বৈধতা নেই বলে মনির বাবুর দাবি। মনির বাবু এলাকায় বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির অনুগামী হিসেবে পরিচিত।
এই প্রসঙ্গে হায়দার আলী বাবুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমাকে সংখ্যালঘু সেলের সভাপতি করে কমিটি গঠন করেছে দলের শীর্ষ নেতৃত্ব। তার বৈধ কাগজ আমার কাছে আছে। যিনি নতুন কমিটির কথা বলছেন তার কাছে কি দলের কোনো বৈধ কাগজ আছে? এই বলে মনির বাবুর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন হায়দার বাবু।
যদিও এ বিষয়ে বিধায়ক কিংবা ব্লক সভাপতির কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে, সংখ্যালঘু সেল এর কমিটি গঠন নিয়ে বিতর্ক এর পেছনে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ও দলের ব্লক সভাপতির নরেন্দ্রনাথ চক্রবর্তীর দ্বন্দ্বের ছায়া দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সংখ্যালঘু ভোট তৃণমূলের বড় ভরসা ,এই দ্বন্দ্ব ভোটে কি প্রভাব ফেলে এখন সেটাই দেখার।