‘ডিম-ভাত’ খাইয়ে কাঁকসায় ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল, অভিযোগে প্রতিবাদ বিজেপির
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৫মার্চঃ
কাঁকসা ব্লকে তৃণমূলের পক্ষ থেকে খাবার খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপি। অভিযোগ জানানোর পরও কোনো রকম সুরাহা হয়নি এমনটাই অভিযোগ। এবার এই একই অভিযোগে বৃহস্পতিবার দুপুর থেকে কাঁকসা বিডিও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপির কর্মী-সমর্থকেরা।
বিজেপি নেতা রমন শর্মা বলেন তৃণমূল ডিম ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করছে। নির্বাচন কমিশনকে জানিয়ে কোন সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন যতক্ষণ না নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ তারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।