আসানসোল-দুর্গাপুরে মাফিয়া তৈরী করছে তৃণমূল, বিজেপি ডাক্তার তৈরী করবেঃ রাজু

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪ফেব্রুয়ারীঃ
ফের তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে নেতাদের মাফিয়া আখ্যা দিলেন বিজেপির এ রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী। আজ বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের মায়াবাজার সংলগ্ন এলাকায় “চায়ে পে চর্চা” কর্মসূচীতে যোগ দিয়ে রাজু ব্যানার্জী বলেন আসানসোল দুর্গাপুর এমনকি পুরুলিয়া থেকে বীরভূম এলাকাগুলিতে মাফিয়ারাজ চলছে। তৃণমূলের নেতারা এক একজন মাফিয়া। আসানসোল দুর্গাপুর এই অঞ্চলে কয়লা, বালি, লোহার অবৈধ কারবার চলছে। লুটেপুটে খাচ্ছে সব। এখানে তৃণমূল আসানসোল দুর্গাপুর থেকে কয়লা মাফিয়া, লোহা মাফিয়া তৈরি করছে। বিজেপি ক্ষমতায় এলে আই.এ.এস, আই পি এস, ডাক্তার তৈরি করবে এমনটাই দাবি করলেন রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী।