আমলাজোড়া অঞ্চল সভাপতির গাড়িতে আগুন
admin
July 8, 2023
আমার কথা, কাঁকসা, ৮ জুলাই:
দুর্গাপুরে কাঁকসার বিহারপুরে তৃণমূল কংগ্রেসের আমলাজোড়া অঞ্চল সভাপতির গাড়িতে আগুন লাগিয়ে দিলো দুষ্কৃতীরা। অভিযোগের আঙুল সিপিআইএমের দিকে। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি সিপিএমের।
আমলাজোড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির গাড়িতে আগুন লাগিয়ে দিলো দুষ্কৃতিরা। অভিযোগের তির সিপিআইমের বিরুদ্ধে, খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ।দুর্গাপুরের কাঁকসার বিহারপুরে এই ঘটনায় ছুটে আসে দমকল কর্মীরা। যদিও ভিত্তিহীন অভিযোগ দাবি সিপিআই এম নেতৃত্বর।