সরকারী প্রকল্পের সুবিধা নিয়ে মহিলাদের সচেতন করতে কাঁকসায় তৃণমূল নেত্রীবৃন্দ
আমার কাথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৭ফেব্রুয়ারীঃ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাঁকসার আমলাজোড়া অঞ্চলের মোবারক গঞ্জ ও ধোবাঘাটা অঞ্চলে রবিবার দুপুরে এলাকার মহিলাদের নিয়ে দুটি জায়গায় সভা করলেন দুর্গাপুর পৌরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি। এছাড়াও ছিলেন দুর্গাপুরের ২৪নং ওয়ার্ডের পুরমাতা লাভলী রায় সহ এলাকার পঞ্চায়েত সদস্যরা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
‘দুয়ারে সরকার’, ‘পাড়ায় সমাধান’ সহ রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পগুলিকে সামনে রেখে এদিন এলাকার মহিলারের সাথে বিস্তারিত আলোচনা হয়। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের উন্নয়ন ও স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এলাকার মানুষ উপকৃত ববেন সেই বিষয়েও এদিন বিস্তারিত আলোচনা করেন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি।