অবৈধ কয়লা কারবারে সিবিআই তদন্তে তৃণমূলের রাঘববোয়াল নেতাদের নাম আসবে, দাবি বাবুলের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৩১ডিসেম্বরঃ
অন্ডালের খাঁন্দরায় পালিত হল বিজেপির ”আর নয় অন্যায়”- কর্মসূচী। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, দলের জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই সহ অন্যান্য নেতারা। এদিনের কর্মসূচিতে প্রথমে মিছিল হয়। মিছিলে শ ‘দুয়েক বিজেপি কর্মী সমর্থক পা মেলান। মিছিল শেষে খাঁন্দরা বটতলা বাসস্ট্যান্ডের সভা হয়। বক্তৃতায় বাবুলবাবু উন্নয়নে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। বলেন ১০ বছরে তৃণমূল আমলে এলাকার কোন উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে শাসক দলের নেতাদের জীবন যাপনে। তিনি বলেন “আসানসোল এলাকায় কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পের কাজ করতে দেয়নি শাসক দল। আমরা একথা বললে বলবেন মিথ্যা অভিযোগ করছি। কিন্তু দেরিতে হলেও সত্যি কথাটা স্বীকার করে নিয়েছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তার কথাতেই প্রমাণ হয়ে গিয়েছে রাজনৈতিক কারণেই আসানসোল এলাকায় উন্নতি করতে দেয়নি তৃণমূল সরকার।” পাশাপাশি তিনি সরব হন অবৈধ কয়লা কারবার নিয়েও। বলেন “অবৈধ কয়লা কারবারে শাসক দলের লোকজন জড়িত। সিবিআই তদন্ত চলছে, এই কাজে আগামী দিনে তৃণমূলের অনেক রাঘববোয়াল নেতাদের নাম প্রকাশ্যে আসবে বলেও তিনি দাবি করেন।
প্রসঙ্গতঃ এদিনের কর্মসূচীতে আসার পথে খাঁন্দরা সবুজ সমিতির মাঠে কচিকাঁচাদের ক্রিকেট প্রশিক্ষণ চলছিল , যা দেখে গাড়ি থেকে নেমে সোজা মাঠে হাজির হয়ে যান বাবুলবাবু। সেখানে খুদে ক্রিকেটারদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। ব্যাট করতেও দেখা যায় তাকে।