কেন্দ্রের বিরুদ্ধে দুর্গাপুরে তৃণমূলের বিশাল জনসভা
আমার কথা, দুর্গাপুর, ৪ ফেব্রুয়ারী:
কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি ও বঞ্চনার বিরুদ্ধে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার দুপুর তিনটের সময় দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী ময়দানে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সহ একাধিক বিধায়ক ও নেতাকর্মীরা। এই জনসভায় প্রায় ৪০ হাজারের মতো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন বলে তৃণমূলের থেকে দাবি করা হচ্ছে। দুই বিধানসভা দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এই জনসভায় এসে জমায়েত করেন। বিজেপি ও সিপিএমের দলের কুৎসা ও অপপ্রচারের প্রতিবাদে এই জনসভার আয়োজন করা হয়।