জনসমক্ষে বিগত দশ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে উখরায় তৃণমূলের সভা
![](https://aamarkatha.in/wp-content/uploads/2020/12/aamar-katha-ukhra-tmc.jpg)
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১১ডিসেম্বরঃ
বিগত ১০ বছরে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ানকে সামনে রেখে উখরায় মিছিল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে স্থানীয় শংকরপুর মোড় ট্যাক্সি স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় স্কুল মোড়ে। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতা ভি, শিবদাসন (দাসু)। দলের ব্লক সভাপতি কালো বরণ মন্ডল, কাঞ্চন মিত্র, মিনতি হাজরা, রুপেশ যাদব সহ অন্যরা। এ দিনের মিছিলে হাজার দুয়েক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়। মিছিল শেষে ভি শিবদাসন (দাসু ) জানান “১০ বছর তৃণমূল শাসনকালে রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নকে রাজ্যবাসীর কাছে তুলে ধরতে দলের পক্ষ থেকে একটি পুস্তক প্রকাশ করা হয়েছে।” রাজ্যের প্রতিটি ঘরে ঘরে সেই পুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।