দুর্গাপুরে বেসরকারী কারখানায় শাসক দলের বিরুদ্ধে খোদ তৃণমূলী পোস্টার
আমার কথা, দুর্গাপুর, ২৬ জুন:
শাসকের বিরুদ্ধে শাসকের পোস্টার। আর যে পোস্টারকে ঘিরে সোমবার সাতসকালে উত্তেজনা দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার একটি বেসরকারি কারখানার সামনে। বুধবার সাতসকালে স্থানীয়রা প্রথম দেখতে পান সগরভাঙায় ওই বেসরকারি কারখানার সামনে একটি পোস্টার লাগানো রয়েছে। যেখানে এলাকার তৃণমূল কংগ্রেস যুবক বৃন্দের তরফে দেওয়া ওই পোস্টারে লেখা রয়েছে শাসক দলের প্রভাবকে কাজে লাগিয়ে একই পরিবারের সদস্যরা চাকরি পাচ্ছে, কেউ ঠিকাদারী করছে, আর স্থানীয় তৃণমূল কর্মী তো বটেই, বেকার ছেলে মেয়েরাও বঞ্চিত হয়ে রয়েছে চাকরি পাওয়া থেকে। শাসকের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে খোদ শাসক দলের নাম করে লাগানো এই পোস্টারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সগরভাঙা এলাকায় ওই বেসরকারি কারখানার গেটের সামনে।
তবে যার নামে এই পোস্টার পড়েছে তিনি ক্যামেরার সামনে কোনোরকম কথা বলতে চাননি।
বিরোধীরা এই ইস্যুতে সুর চড়িয়েছে, তুলোধোনা করেছে তৃণমূল কংগ্রেসকে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিড়ম্বনা পড়েছে শাসক দল।