করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৬জুলাইঃ
চারদিনে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি সুজিত মুখার্জী। চলতি মাসের ২৩ তারিখে করোনায় আক্রান্ত হয়ে মলানদিঘির কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালের বাইরে তাঁকে সুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন গোগলা অঞ্চলের তৃণমূল সভাপতি কাঞ্চন দাস সহ দলীয় অনেক কর্মী সমর্থকরা।
প্রসঙ্গতঃ দিন কয়েক আগে সুজিতবাবু সহ তাঁর পরিবারের সকলেই জ্বরে আক্রান্ত হন। এরপর তাঁরা লাউদোহা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যান। সেখানে সুজিতবাবু সহ তাঁর পরিবারের লালারস সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। এরপর গতকাল রাতে সুজিতবাবুর রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তাঁকে ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সুজিতবাবুর করোনায় আক্রান্তের বিষয়টি চাউড় হতেই লাউদোহা এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পরে। কারন তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার আগের দিন পররাওন্ত্য তিনি লাউদোহা এলাকায় বেশ কিছু দলীয় কয়াজ করেছিলেন দলের কর্মীদের সাথে। শুধু তাই নয় ২১শে জুলাই তিনি তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরনে আয়োজিত অনুষ্ঠানে বহু কর্মী সমর্থকদের সাথে তিনিও তাতে যোগ দেন। এরপর সুজিতবাবুর রিপোর্ট পজিটিভ আসার পর কারা কারা তাঁর সংস্পর্শে এসেছিল তাঁর একটি তালিকা তৈরি করে সোয়াব টেষ্টের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর সুজিতবাবুর সুস্থ হয়ে বাড়ি ফেরার ফলে কিছুটা হলে স্বস্তি ও খুশি লাউদোহা তৃণমূল কর্মী সমর্থকরা।