পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে তৃণমূলের মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৮ফেব্রুয়ারীঃ
পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁকসার গোপালপুরে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস। এদিন কাঁকসার গোপালপুর পঞ্চায়েত অফিসের সামনে থেকে মিছিল শুরু করে সমগ্র গোপালপুর বাজার ঘুরে মিছিল পুনরায় কাঁকসার গোপালপুর পঞ্চায়েত অফিসের সামনে এসে শেষ হয়। মিছিলে এদিন অংশ নেন যুব তৃণমূলের জেলা কমিটির সদস্য রমেন্দ্র নাথ মন্ডল।
তিনি বলেন যে ভাবে রান্নার গ্যাসের দাম বাড়ছে মানুষ কি ভাবে সংসার চালাবে। মানুষ বিজেপির ধাপ্পাবাজি বুঝে গেছে আসন্ন নির্বাচনে মোদির পোল খুলে যাবে।