কলকাতা পুরনির্বাচনে জয় উপলক্ষ্যে লাউদোহায় তৃণমূলের বিজয় মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৩ ডিসেম্বরঃ
কলকাতা পুরসভার নির্বাচনে দলের নজিরবিহীন সাফল্যের কারণে রাজ্যের সর্বত্র উৎসব পালন করা হচ্ছে তৃণমূল দলের পক্ষ থেকে। কোথাও হচ্ছে কেন্দ্রীয়ভাবে বিজয় মিছিল, কোথাও আবার হচ্ছে স্থানীয় স্তরে। বৃহস্পতিবার এরকমই তৃণমূলের বিজয় মিছিলের আয়োজন করা হল লাউদোহা ব্লকের গোগলা অঞ্চলে। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, কাঞ্চন দাস, গঙ্গাধর গোস্বামী সহ অন্যান্যরা। মিছিলে পা মেলান প্রায় হাজার পাঁচেক দলীয় কর্মী সমর্থক। মাধাইপুর কোলিয়ারি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। শেষ হয় মাদারবুনি কোলিয়ারিতে। তৃণমূল দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান কলকাতা পুরসভা নির্বাচনে সেখানকার মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়েছে। এই জয় বাংলা ও বাঙালির সংস্কৃতির জয়।
অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন গত বিধানসভা নির্বাচনে ছলে-বলে-কৌশলে বাংলা দখল করার চেষ্টা করেছিল বিজেপি। তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করেছিল বাংলার মানুষ। কলকাতা পুরসভা নির্বাচনেও বিরোধীরা পর্দার আড়ালে জোট বেঁধে ছিল। ভোটাররা এবারও তাদের প্রত্যাখ্যান করেছে। বিপুল সাফল্যের কারণেই এ দিনের এই বিজয় মিছিল বলে জানান গৌতম বাবু ।