বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে দুর্গাপুরে মাছ ছেড়ে প্রতিবাদ তৃণমূলের
admin
October 5, 2020
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫অক্টোবরঃ
জাতীয় সড়কের সার্ভিস রোডে বেহাল দশা। তারই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের ২ নং ব্লকের উদ্যোগে ওল্ড কোর্ট মোড়ে ২ নং জাতীয় সড়কের সার্ভিস রোডে মাছ ছেড়ে প্রতিবাদ জানায়। উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রুপেশ যাদব, মেয়র পারিষদ সদস্যা রাখী তেওয়ারি, কাউন্সিলর আসীমা চ্যাটার্জি সহ ব্লকের অন্যান্য নেতৃত্বরা।