পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা সভাপতির নেতৃত্বে পানাগড়ে মিছিল তৃণমূলের
আমার কথা-পশ্চিম বর্ধমান(পানাগড়), ২৩ফেব্রুয়ারীঃ
পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পানাগড়ের রণডিহা মোড় থেকে পানাগড়ের দার্জিলিং মোড় পর্যন্ত মিছিল করলো তৃণমূল কংগ্রেস। সোমবারের এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখার্জি, কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী, তৃণমূল যুব সহ-সভাপতি সমরেশ ব্যানার্জি, জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস, তৃণমূল নেতা চিন্ময় মন্ডল,গলসির বিধায়ক অলোক কুমার মাঝি,তৃণমূল নেতা সুন্দর লাল পাসওয়ান সহ অন্যান্য কর্মী সমর্থকরা।
এদিন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান তুলে কয়েক হাজার কর্মী সমর্থক মিছিলে যোগ দেন।
এদিন প্রথমে পানাগড়ের রনডিহা মোড়ে একটি পথ সভা করেন তৃণমূল কর্মীরা। সভা শেষে রনডিহা মোড় থেকে মিছিল শুরু করে পানাগড়ের দার্জিলিং মোড়ে গিয়ে মিছিল শেষে সেখানেও একটি পথ সভা করে তৃণমূল।