অন্ডালে বিজেপির পরিবর্তন যাত্রার রথকে কালো পতাকা তৃণমূলের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৬ফেব্রুয়ারীঃ
বিজেপির পরিবর্তন যাত্রার রথ রাস্তা দিয়ে যাওয়ার সময় কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ভয় পেয়ে তৃণমূল কালো পতাকা দেখিয়েছে প্রতিক্রিয়া বিজেপির।
নির্বাচনের প্রাক্কালে রাজ্যে ”পরিবর্তন যাত্রা” রথ কর্মসূচি নিয়েছে বিজেপি। রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় রথ পৌঁছাবে বলে আগেই ঘোষণা করছে বিজেপি। শুক্রবার বাঁকুড়া থেকে রানীগঞ্জ হয়ে অন্ডাল মোড়ে পৌঁছায় রথ । সেখান থেকে উখড়া, লাউদোহা ছুঁয়ে রথ পৌঁছায় পাণ্ডবেশ্বর। রথে উপস্থিত ছিলেন সংসদ বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা,লক্ষণ ঘোড়ুই ,জয়ন্ত মিত্র সহ অন্যান্য বিজেপি নেতারা। আজকের অর্থাৎ শুক্রবারের রথযাত্রা নির্বিঘ্নে হলেও অন্ডালের দক্ষিণখন্ডতে তৃণমূল কর্মী সমর্থকরা কালো পতাকা দেখালে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণখন্ড ধর্মতলা মোড়ে রাস্তা দিয়ে রথ যাওয়ার সময় সেখানে তৃণমূল সমর্থকরা আচমকাই কালো পতাকা হাতে রাস্তার দু- পাশে দাঁড়িয়ে পরে, সাথে ‘খেলা হবে’ স্লোগান দিতে থাকে। ঘটনাস্থলে পুলিশ থাকায় অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে প্রশাসন সূত্রে খবর। তবে কালো পতাকা দেখানোর বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মিলেনি।
বিজেপি নেতা জয়ন্ত মিত্র বলেন ভয় পেয়ে তৃণমূল এই কাজ করেছে। কয়লা, লোহা, বালির মতো কালো কারবারে যারা যুক্ত এদিন তারাই কালো পতাকা দেখিয়েছে বলে জয়ন্ত বাবু অভিযোগ করেন।
পাশাপাশি রাণীগঞ্জ থেকে অন্ডাল আসার পথে অন্ডাল মোরে স্থানীয় চায়ের দোকানে চা- খান বাবুল সুপ্রিয়। তিনি বলেন এবার রাজ্যে সরকার গড়বে বিজেপি। বাবুল বাবু বলেন এবার তৃণমূলের খেলা শেষ।