রাজবাঁধে দুর্ঘটনার কবলে তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ৯ ডিসেম্বরঃ
বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূল রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ায় বিভিন্ন দলীয় কর্মসুচী সেরে বৃহস্পতিবার ভোর বেলা বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পানাগড়ের কাছে রাজবাঁধের ওভার ব্রীজে একটা ১২ চাকা গাড়ি সায়ন্তিকার গাড়ির পাশে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। ঘটনায় সকলেই সুস্থ তবে গাড়িটির ডানদিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি ফের অন্য গাড়ি করে বাঁকুড়া ফিরে যান।