কোলিয়ারি কো-অপারেটিভ-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের
আমার কথা, লাউদোহা, ২০ জানুয়ারীঃ
খনি সংস্থা ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর কোলিয়ারি কো-অপারেটিভ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা । সোমবার সম্পূর্ণ হলো বোর্ড গঠন প্রক্রিয়া । সংস্থার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন কাঞ্চন কুমার ঘোষ, সহ চেয়ারম্যান কার্তিক কুমার দাস, সেক্রেটারি স্বপন কুমার ঘোষ, টেনেল চেয়ারম্যান জয়ন্তী ভান্ডারী ।
উল্লেখ্য, মাধাইপুর কোলিয়ারী কো-অপারেটিভ সোসাইটিতে নির্বাচনের জন্য ১৭ ই ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দিন । নির্বাচনের দিন নির্ধারিত ছিল ৮-ই জানুয়ারি । কিন্তু মোট ন’টি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা দেয়নি । ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে বোর্ড গঠন করল তৃণমূল । শাসক দলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ নবনির্বাচিত পদাধিকারীদের শুভেচ্ছা জানান । বলেন তৃণমূল যেমন এলাকার মানুষের পাশে আছে সে রকম সর্বদা শ্রমিকদেরও পাশে থাকে সেই কারণেই এই জয় বলে জানান তিনি ।