অন্ডাল, পান্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সব কটি পঞ্চায়েত তৃণমূলের দখলে
আমার কথা, প: বর্ধমান, ১১ জুলাই:
খনি অঞ্চলে ঝড়ে উড়ে গেল বিরোধীরা, সবকটি পঞ্চায়েত জিতলো তৃণমূল। প্রত্যাশিত ফল, উন্নয়নের পক্ষে রায় দিয়েছে মানুষ মত তৃণমূলের ।
মঙ্গলবার সকাল আটটার পর অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ব্লকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গণনা । শুরু থেকেই বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বিরোধীদের থেকে শাসকদলের এগিয়ে থাকার খবর আসতে শুরু করে । সময় যত গড়িয়েছে বিরোধীদের থেকে শাসকদলের ব্যবধান ততই বেড়েছে । পাণ্ডবেশ্বর ব্লকের ছ’টি, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছ’টি ও অন্ডাল ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের সবকটিতেই জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস । সবুজ ঝড়ে ম্লান্য হয়েছে বিরোধীরা ।
অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে ২৭ টি আসনের মধ্যে ২৫ টি জিতেছে তৃণমূল, দুটি আসনে জিতেছে নির্দল প্রার্থীরা । খান্দরা গ্রাম পঞ্চায়েতে ২৩ টি আসনের মধ্যে তৃণমূল কুড়িটি ও সিপিএম জিতেছে তিনটি আসনে । মদনপুর পঞ্চায়েতে ২৫ টি আসনের মধ্যে তৃণমূল ২২ টি ও সিপিএমের ঝুলিতে গেছে তিনটি আসন । কাজোরা পঞ্চায়েতে ২৫ টি আসনের মধ্যে তৃণমূল ২৩ টি ও সিপিএম জিতেছে দুটি আসনে । অন্ডাল পঞ্চায়েতের ২৬ টি আসনের মধ্যে সিপিএম পেয়েছে একটি আসন, বাকি ২৫ টি আসনে জিতেছে তৃণমূল । দক্ষিণখন্ড পঞ্চায়েতের ১৬ টি আসনের মধ্যে সবকটি আসনে জিতেছে তৃণমূল, এখানে খাতা খুলতে পারেনি বিরোধীরা । শ্রীরামপুর পঞ্চায়েতের ছ’টি আসনের মধ্যে চারটি তৃণমূল ও বিজেপি জিতেছে দুটি আসনে । রামপ্রসাদপুর পঞ্চায়েতে ২২ টির মধ্যে ২১ টি জিতেছে তৃণমূল, সিপিএম পেয়েছে একটি আসন । অন্ডাল ব্লকের ১৬৮ টি আসনের মধ্যে সিপিএম ১২ টি, নির্দল দুটি আসনে জিতলেও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কোন আসন পায়নি ।
অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা গ্রাম পঞ্চায়েতে ২১ টি আসনের মধ্যে তৃণমূল কুড়িটি ও সিপিএম একটি আসন পেয়েছে । গৌড়বাজার পঞ্চায়েতে ১১ টির মধ্যে দশটি তৃণমূল একটি আসন জিতেছে বিজেপি । প্রতাপপুর পঞ্চায়েতে ১৬ টি আসনের মধ্যে ১৬ টি জিতেছে তৃণমূল, বিরোধীরা এখানে কোন আসন পাইনি । ইছাপুর পঞ্চায়েতে ২১ টি আসনের মধ্যে ২১-টি আসন জিতেছে তৃণমূল । জেমুয়া পঞ্চায়েতের ১৭ টির মধ্যে সব কটি আসনে জিতেছে তৃণমূল । ব্লকের গোগলা পঞ্চায়েতে এবার ভোট হয়নি । ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ টি আসনের সবকটিতেই জিতেছে তৃণমূল ।
অন্যদিকে বৈদ্যনাথপুর, কেন্দ্রা, ছোড়া, হরিপুর, বহুলা, নবগ্রাম পাণ্ডবেশ্বর ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েতেই জিতেছে তৃণমূল । ব্লকের বহুলা গ্রাম পঞ্চায়েতে একটি আসন সিপিএম জিতেছে । বাদবাকি সব আসনেই জিতেছে তৃণমূলে । দলের বিপুল জয়ের পর তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এটা মানুষের জয়, কর্মীদের জয়, উন্নয়নের জয় । তিনি বলেন বিরোধীরা জোটবদ্ধ হয়ে ষড়যন্ত্র করেছিল, মানুষ তাদের কাছে মাথানত করেনি । উন্নয়নের পক্ষে রায় দিয়েছে জনতা বলে জানান নরেন্দ্রনাথ বাবু ।