খনি অঞ্চলে বিরোধীরা ধরাসায়ী, জেলা পরিষদে তৃণমূল জিতলো বড় ব্যবধানে
আমার কথা, অন্ডাল, ১২ জুলাই:
খনি অঞ্চলের জেলা পরিষদের সাতটি আসনের সব কটিতেই বড় ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থীরা। উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে তাই এই ব্যবধান দাবি তৃণমূলের।
অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ব্লকে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মত জেলা পরিষদেরও ধরাশায়ী হল বিরোধীরা। অন্ডালে তিনটি, পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর-ফরিদপুর ব্লক এ রয়েছে দুটি করে জেলা পরিষদের আসন। সবকটিতেই বড় ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থীরা। শাসক দলের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছেন জেলা পরিষদের চার নম্বর আসনের প্রার্থী সমিতি মন্ডল। তিনি পেয়েছেন ৩৩৮৮৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পেয়েছেন মাত্র ২৯১৭ ভোট। জয়ের ব্যবধান ৩০ হাজার ৮৬৭ ভোটের। জেলা পরিষদের ৫ নম্বর আসনে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল প্রতীকে অনুভা চক্রবর্তী। তার জয়ের ব্যবধান ২৮ হাজার ৭০০ ভোট। অনুভা দেবী পেয়েছেন ৩২ হাজার ৭৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৪০৩৬। অন্ডাল ব্লকের জেলা পরিষদের তিনটি আসনের মধ্যে ৮ নম্বর আসনে জয়লাভ করেছেন তৃণমূলের বিষ্ণুদেও নুনিয়া। তিনি জিতেছেন ১৫৬৫৬ ভোটে। তিনি পেয়েছেন ২৪ হাজার ৭৪১ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বীর ভোট প্রাপ্তি ৯ হাজার ৮৫ টি। জেলা পরিষদের ৯ নম্বর আসনে তৃণমূলের কৃষ্ণা ব্যানার্জি জিতেছেন ১৪ হাজার ৯৪৮ ভোটের ব্যবধানে। তিনি পেয়েছেন ১৯৩১৫ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থী কবিতা রায়ের প্রাপ্ত ভোট ৪,৩৬৭। ১০ নম্বর আসনে কালোবরণ মন্ডল পেয়েছেন ১৭১১২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সরোজ মন্ডলের প্রাপ্ত ভোট ৭ হাজার ৭৪৬। কালোবরন বাবু জিতেছেন ৯৩৬৬ ভোটে।
অন্যদিকে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জেলা পরিষদের দুটি আসনে জিতেছেন যথাক্রমে তৃণমূলের সুজিত মুখোপাধ্যায় ও চুমকি মুখোপাধ্যায়।
রাজ্যে সরকারের উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে, তাই সব কটি আসনে বড় ব্যবধানে জিতেছে দলীয় প্রার্থীরা বলে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি।