বুদবুদে বিজেপির হুমকির মুখে তৃণমূল কর্মী
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ২১মার্চঃ
অভিযোগ, তৃণমূল করার জন্য দিনের পর দিন বিজেপির হুমকির মুখে পড়তে হচ্ছে বুদবুদের নস্করবাঁধ গ্রামের তৃণমূল কর্মী দিলীপ মাঝিকে। ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
তৃণমূল কর্মী দিলীপ মাঝির অভিযোগ তিনি এলাকায় তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে গিয়ে তাঁকে দিনের পর দিন বিজেপি আশ্রিত দুস্কৃতিদের হুমকির মুখে পড়তে হচ্ছে। অভিযোগ এলাকায় থাকতে গেলে দিলীপ মাঝিকে তৃণমূল করা যাবে না।
রীতিমত আতঙ্কিত দিলীপ মাঝি বিষয়টি বুদবুদ থানায় জানিয়েও কোনো সাহায্য পাননি বলে অভিযোগ।
এমনকি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করার সময় তাদেরকেও বিষয়টি জানিয়েও কোনো লাভ হয় নি। আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁকে ও তার পরিবারকে বলে অভিযোগ।
যদিও দলের পক্ষ থেকে বর্ধমান সদরের তৃণমূলের জেলা সহ সভাপতি মোঃ জাকির হোসেন স্পষ্ট জানিয়েছেন দল ওই কর্মীর পাশে রয়েছে। দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে বিষয়টি জানাবেন যাতে এই ধরণের ঘটনা না ঘটে।