সম্বর্ধনা সভায় তৃণমূল কর্মীদের সংঘর্ষ, অন্ডালে দলীয় কার্যালয়ে ভাঙচুর
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৯ সেপ্টেম্বরঃ
ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পদাধিকারীদের সম্বর্ধনা সভা ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। চললো মারপিট, দলীয় কার্যালয়ে ভাঙচুর। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাজোরা গ্রামে।
দিন কয়েক আগে পশ্চিম বর্ধমান জেলায় ব্লক স্তরের তৃণমূলের নবনির্বাচিত পদাধিকারীকদের নাম ঘোষণা করেছে জেলা নেতৃত্ব। অন্ডালে ব্লক সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে কালোবরণ মন্ডলকে। ব্লকের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজোরা গ্রামের মলয় চক্রবর্তী। শুক্রবার সন্ধ্যায় কাজোড়া গ্রামের প্রগতিশীল ভবনে গ্রাম কমিটির পক্ষ থেকে নবনির্বাচিতদের সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। সুত্র মারফত জানা যায় সভা শুরু হওয়ার আগেই তৃণমূলের দুটি গোষ্ঠীর দ্বন্দ্বের কারণে তা ভন্ডুল হয়ে যায়। প্রসঙ্গতঃ এখানে তৃণমূলের দুটি গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। সম্বর্ধনা সভায় অপর গোষ্ঠীর নেতা তথা ব্লক সহ-সভাপতি মলয় চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। এই নিয়ে বিরোধের সূত্রপাত। যদিও মলয় বাবুকে আমন্ত্রণ জানানো হয়নি, এটা মানতে রাজি নয় আয়োজকেরা। তাদের দাবি মলয় বাবুকেও আমন্ত্রণ করা হয়েছিল। সূত্র মারফত জানা যায় আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ মলয়বাবুর অনুগামীরা সভাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা পরে মারপিট বেঁধে যায়। সভাস্থল ছাড়াও দুই গোষ্ঠীর লোকজনেরা একে অপরের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভাঙচুর হয় পোস্ট অফিস মোড় ও কাজোরা হাইস্কুল সংলগ্ন দুটি গোষ্ঠীর দুটি দলীয় কার্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বিশাল বাহিনী। বর্তমানে পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের দাবি। তবে এই দিনের ঘটনা প্রসঙ্গে কোনো পক্ষই সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দেয়নি। ঘটনাটি ঘিরে এলাকায় রয়েছে উত্তেজনা।