বুদবুদে অসুস্থ বৃদ্ধার বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দিলেন তৃণমূল কর্মীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ১ফেব্রুয়ারীঃ
বাড়ি গিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পের বাড়ি গিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দিলেন বুদবুদ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ও ব্লকের আধিকারিকরা। দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য সাথী কার্ড বানানোর জন্য আবেদন করেছিলেন বুদবুদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুদবুদ গ্রামের নাগেশ্বরী দেবী।
সেইমতো আজ সোমবার নাগেশ্বরী দেবীর স্বাস্থ্য সাথী কার্ড এর ছবি তোলার দিন ঘোষণা হয়। বুদবুদ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জানতে পারেন নাগেশ্বরী দেবী শারীরিকভাবে অসুস্থ হয়েছেন। তার প্যারালাইসিস হওয়ার কারণে তিনি ছবি তোলার ক্যাম্পে পৌঁছতে পারেননি জানতে পেরে বুদবুদ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ও গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যরা তাঁর বাড়ি পৌঁছে তাঁর বাড়িতেই ছবি তোলার ব্যবস্থা করে তাঁর হাতেই স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেন আধিকারিকরা। স্বাস্থ্য সাথীর কার্ড হাতে পেয়ে খুশি তার পরিবার। পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এবং সমিতি ও পঞ্চায়েতের সদস্যরা যেভাবে দ্রুততার সাথে স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম বাড়ি এসে তার হাতে তুলে দিয়েছেন তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। স্বাস্থ্য সাথী কার্ড পাওয়ার ফলে চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে তাঁরা জানিয়েছেন।