লাউদোহায় তৃণমূল কর্মীদের “বন্দে মাতরম” শ্লোগান, এলাকা ছাড়লেন জিতেন তিওয়ারি
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৬এপ্রিলঃ
পান্ডবেশ্বর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে দেখে তৃণমূলের কর্মীদের “গো ব্যাক” শ্লোগান। তৃণমূল কর্মীদের এই শ্লোগানের সামনে পড়ে পিছু হটতে হয় জিতেন্দ্র তিওয়ারিকে। শুধু তাই নয় লাউদোহা মোড়ে জিতেন্দ্র তিওয়ারিকে দেখে “বন্দে মাতরম” বলতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা।
তৃণমূল নেতা তথা আইনজীবি কৃষ কুমার ঘটক জানান, জিতেন্দ্র তিওয়ারী একজম বিশ্বাসঘাতক। তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের দলনেত্রীকে। কিন্তু শেষ মুহূর্তে তিনি দলবদলুদের দলে ভিড়ে গেলেন। তাছাড়া আজ উনি বাহিনী নিয়ে জটলা করে ঘুরে বেড়াচ্ছেন। তাই ওনাকে আমরা ভদ্রভাবে এখান থেকে চলে যেতে বলি।
শেষমেশ উপস্থিত তৃণমূল কর্মীদের প্রতিরোধের মুখে পড়ে এলাকা ছেড়ে চলে যান বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি