তৃণমূলের ‘বঙ্গধ্বনি’ যাত্রা লাউদোহায়

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৩ডিসেম্বরঃ
লাউদোহা ব্লকের গৌরবাজার পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পক্ষ থেকে পালন করা হলো বঙ্গধনি কর্মসূচী। বুধবারের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান হরেন পাল, সঞ্জয় দালাল সহ তৃণমূল নেতা কর্মীরা। লাউদোহা গুটুলিয়া বাস স্ট্যান্ড থেকে কর্মসূচীর সূচনা হয়। গৌরবাজার সহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে কর্মসূচীটি শেষ হয় বৈদ্যনাথপুর গ্রামে। দলের পক্ষ থেকে সুজিতবাবু জানান তৃণমূল সরকারের দশ বছরের সাফল্যের তালিকা পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে। সেগুলি স্থানীয় মানুষজনের মধ্যে প্রচার সহ উন্নয়নের কাজ এলাকায় কতোটা হয়েছে, কি কাজ বাকি আছে সেসব জানার জন্যই এই কর্মসূচী বলে জানান তিনি।