বিজেপির লিট্টি চোখার পাল্টা তৃণমূলের ফুচকা উৎসব
আমার কথা, অন্ডাল, ১৭ নভেম্বরঃ
শুক্রবার অন্ডাল থানার উখরা সিনেমা হল মোড়ে শাখা সংগঠনের লিট্টি চোখা উৎসবে উপস্থিত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। চোখাচোখা ভাষা ব্যবহার করে তিনি আক্রমণ করেছিলেন রাজ্য সরকার তথা তৃণমূল নেতৃত্বকে। তৃণমূল চোর লুটেরা দল বলে কটাক্ষ করার পাশাপাশি শাসক দল হিন্দু বিরোধী বলেও পরোক্ষভাবে আক্রমন শানিয়ে ছিলেন তিনি। বলেছিলেন এই রাজ্যে হিন্দুদের রক্ষা করতে প্রয়োজন বিজেপি সরকার। দিলীপ বাবুদের লিট্টি চোখা উৎসবের পাল্টা শনিবার একই জায়গায় উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় ফুচকা উৎসব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি কালোবরণ মন্ডল, অঞ্চল সভাপতি শরণ সাইগল, রাজু মুখোপাধ্যায়, মিনা কোলে, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল নেতা কৌশিক মন্ডল সহ অন্যর।
এদিনের সভা থেকে দিলীপ ঘোষের মন্তব্যের জবাব দেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বলেন দিলীপবাবু বর্ধমান-দুর্গাপুর লোকসভায় লড়তে এসে বড় বড় কথা বলেছিলেন। তৃণমূল নেতাদের ধমকি দিয়ে বলেছিলেন এবার থেকে তারাই নাকি এই এলাকা নিয়ন্ত্রণ করবেন। কিন্তু দুর্গাপুরের মানুষ দিলীপবাবুকে হারিয়ে ঘাড় ধাক্কা দিয়ে মেদিনীপুর ফেরত পাঠিয়ে দিয়েছেন। বলেন এখন বিজেপি দলে দু’জন নেতা, শুভেন্দু আর সুকান্ত। দিলীপবাবু হচ্ছেন ছাগলের তৃতীয় সন্তানের মত। তিনি কখনো গরুর দুধে সোনা খুঁজেন, আবার কখনো সোনা খুঁজে পান গোবরে।