তৃণমূলের ইস্তেহার প্রকাশ খনি অঞ্চলে
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৯মার্চঃ
গত বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন দলের নির্বাচনী ইস্তাহার। দলের নির্দেশে শুক্রবার প্রতিটি বিধানসভা এলাকায় দলীয় প্রার্থীরা সেই ইস্তাহার নিয়ে করেন সাংবাদিক সম্মেলন। এদিন রানীগঞ্জ বিধানসভার অন্ডাল মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করেন দলের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কালোবরণ মন্ডল, কাঞ্চন মিত্র, মিনতি হাজরা, রুপেশ যাদব সহ অন্যরা।
তাপস বাবু বলেন এবারের নির্বাচনী ইস্তেহারে শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, কৃষক ও মহিলাদের স্বাবলম্বী করার বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছে দল । তৃণমূল সরকারে এলে আগামী পাঁচ বছরে কি কি করা হবে তার সঠিক দিশা রয়েছে এই ইস্তেহারে। নাম না করে বিজেপির উদ্দেশ্যে তাপস বাবু বলেন অন্যদল নিশ্চয়ই নির্বাচনী মেনিফেস্টো প্রকাশ করবে। সেই মেনিফেস্টো বিশ্বাস করার আগে ২০১৪ ও ২০১৯ সালে ভোটে তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল আর সরকারে আসার পর কি করেছে সেগুলি মিলিয়ে দেখার আবেদন জানান ভোটারদের কাছে। বলেন ওরা যা প্রতিশ্রুতি দেয় বাস্তবে তা করে না। তৃণমূল প্রতিশ্রুতি আর মিথ্যার রাজনীতি করে না, যা বলে তাই করে।