তানসেনে তৃণমূলের পোলিং ক্যাম্পে ভাঙচুর, জখম কয়েকজন
আমার কথা, দুর্গাপুর, ১৩ মেঃ
আমারাইয়ের ঘটনার রেশ কাটার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর শিল্পাঞ্চল। দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের তানসেন রোড এলাকায় তৃণমূলের পোলিং ক্যাম্পে ভাঙ্গচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমুলের বিরুদ্ধে তান্ডব চালানোর অভিযোগ আনলো সিপিএম। ঘটনাস্থলে পৌছোয় বিশাল পুলিশ বাহিনী।
তৃণমূলের সংখ্যালঘু সেলের ১নং ব্লকের সভাপতি শাহবাজ খান বলেন, “তানসেনে ঝামেলা হচ্ছে শুনে আমি যখন আসি তখন এখানে এসে দেখি আমাদের ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হচ্ছে। আমরা বাধা দিতে গেলে আমাদের ওপরেও হামলা করা হয়। সিপিএম ও বিজেপি যৌথভাবে এই হামলা চালিয়েছি।”
অপরদিকে, সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, “পুলিশের প্রশয়ে তৃনমূল আমাদের ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে। মহিলাদের হেনস্থা করেছে, গাড়িতে ভাঙচুর করেছে।”
এই ঘটনায় তৃণমূল ও সিপিএমের দুই পক্ষেরই জখম হয়েছেন কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।