ভাতারে তৃণমূলের ইফতার পার্টিতে অশান্তি, গ্রেফতার ১০
আমার কথা, পূর্ব বর্ধমান(ভাতার), ৩০ এপ্রিলঃ
পূর্ব বর্ধমান জেলার ভাতারের মোহনপুরে বৃহস্পতিবার বিধায়ক মান গোবিন্দ অধিকারী উপস্থিতিতে একটি ইফতার পার্টি ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়।
ভাতার পঞ্চায়েত সমিতির দলনেতা বাসুদেব যশের অভিযোগ, কিছু তৃণমূলের বেশ ধারী লোক মিছিল নিয়ে বিধায়কের অনুষ্ঠানটিকে নষ্ট করার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে ছিল তার ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় বেশ ১০ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় বিশেষ নজরদারির মধ্যে রেখেছে ভাতার থানার পুলিশ।
ধৃত ১০ জন হল
রামু বাগদী, ইয়াসমিন কাজী, শেখ নয়ন ,সোম মাঝি, হারাধন কাজী ,সমীর কাজী, ইবাদত কাজী, শ্যামল দাস মাশবুদা বিবি ও বুদি বাগদি।
ধৃতদের আজ শুক্রবার পাঠানো হলো বর্ধমান আদালতে।