মিনিবাস কর্মীদের সাথে অটো চালকদের ঝামেলা, আসানসোলে বন্ধ বাস পরিষেবা
- আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৭ ফেব্রুয়ারীঃ
মিনিবাস ও অটো চালকের সাথে গন্ডগোলের জেরে আসানসোলে বন্ধ হয়ে গেল মিনিবাস পরিষেবা। ঘটনায় খুবই অসুবিধার মধ্যে পড়েছেন যাত্রীরা। মিনি বাস চালকদের অভিযোগ ,রাস্তায় বেশিরভাগ সময় অটো চালকরা যাত্রী তুলতে নানান সমস্যা করছে। তাদের বলতে গেলে মিনিবাস কর্মীদের মারধর করছে বলে অভিযোগ। এছাড়া বাস কর্মীদের অভিযোগ বলেন ,অটো ও টোটো চালকদের জন্য রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে। আমরা বিভিন্ন ধরণের ট্যাক্স দিচ্ছি। ওদের কোন বৈধ কাগজ নেই।
অপর এক বাস কর্মী বলেন ,গতকাল রাতে আমাদের এক বাস কর্মীকে মারধর করেছে অটোচালকরা। এর কোনো সমাধান না হলে আমরা বাস বন্ধ রাখবো।
অপরদিকে তৃণমূলের শ্রমিক সংগটনের নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, বাস ও অটো চলেকদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে ,তার জন্য বাস বন্ধ রেখেছে। বাস কর্মীদের বুঝিয়ে বাস চালুর ব্যবস্থা করা হবে।