৩৮ লক্ষ টাকার জন্য মধ্যপ্রদেশের ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার ২
আমার কথা, কাঁকসা, ২৬ ফেব্রুয়ারী:
এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তাকে উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। রমেশ চন্দ্র মহান্তি নামে মধ্যপ্রদেশে বসবাসকারী ও ব্যাক্তি পেশায় একজন ব্যবসায়ী। একটি ছোট গাড়ি করে ওই ব্যবসায়ীকে সোমবার সকাল ১০টা নাগাদ পানাগড় স্টেশনের কাছ থেকে কাঁকসা থানার সামনের রাস্তা দিয়ে গাড়ি করে কলকাতার দিকে পালিয়ে যাওয়ার সময়। ওই ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে। কাঁকসা থানার পুলিশ তৎক্ষণাৎ ওই গাড়ির পেছনে ধাওয়া করে। পানাগড় বাইপাস থেকে গাড়িটিকে আটক করে এবং অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন একটি ছোট গাড়ি করে দুজন ব্যক্তি এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। ওই ব্যক্তির চিৎকার শুনতে পেয়েই তারা পুলিশকে খবর দেয়।
মাত্র কয়েক মিনিটের মধ্যে পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। সাথে অপহরনকারী দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। শিবম নামদেও(২৪) ও রাজা বিশ্বকর্মা(২৬) নামে অপহরনকারী দুই যুবকও মধ্যপ্রদেশের বাসিন্দা। উদ্ধার হওয়া ব্যক্তি জানিয়েছেন তাকে পানাগড় স্টেশন থেকে অপহরণ করা হয়। তিনি মধ্য প্রদেশের বাসিন্দা। তার কাছে ৩৮ লক্ষ টাকা ছিলো। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।