কয়লা পাচার মামলায় গরহাজির দুই অভিযুক্ত, আসানসোল আদালতে হল না চার্জশিট গঠন
আমার কথা, আসানসোল, ২১ মেঃ
মঙ্গলবার সিবিআই আদালতে কয়লা পাচার মামলাতে হলো না চার্জ গঠন। আগামী ৩-রা জুলাই হবে মামলার পরবর্তী শুনানি । ওইদিনই চার্জ গঠন করতে হবে বলে সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি।
প্রসঙ্গতঃ কয়লা পাচার মামলার তদন্ত করছে সিবিআই। ২০২০ সাল থেকে চলছে তদন্ত। ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার হয়েছেন একাধিক ব্যক্তি। মামলায় মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছে অনুপ মাঝি ওরফে লালার নাম। মামলাটি শুনানি চলছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। গত ১৪ই মে শুনানির দিন বিচারপতি রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছিলেন ২১-শে মে পরবর্তী শুনানির দিন মামলার চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেন সিবিআইকে। মামলার চার্জশিটে ৪৩ জন অভিযুক্তর নাম রয়েছে বলে জানা গেছে। আগের দিন বিচারক নির্দেশ দেওয়ায় মঙ্গলবার সকালেই এই মামলার তদন্ত করা সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমার সিং, একাধিক আইনজীবী সহ অন্যান্যরা আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, এদিন একাধিক অভিযুক্তদের আইনজীবীরা আদালতে বলেন, এই মামলার কপি সিবিআইয়ের পক্ষ থেকে তারা পাননি। পাশাপাশি ৪৩ জন চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের মধ্যে জয়দেব মন্ডল ও নারায়ন নন্দা এদিন আদালতে উপস্থিত হয়নি। তাদের আইনজীবিরা বলেন, মেডিক্যাল কারণে তারা হাজিরা দিতে পারেন নি। তাই মঙ্গলবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জ গঠন হলোনা। পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৩ জুলাই।
এদিন শুনানি শেষে আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, এদিন চার্জ গঠন করা হয় নি। চার্জশিটে নাম দুজন গরহাজির থাকায়। আগামী ৩ জুলাই পরবর্তী দিন তা হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গতঃ, কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত এদিন অনুপ মাজি ওরফে লালা হাজির ছিলেন। চার্জশিটে থাকা ৪৩জনের মধ্যে ৩৯জন উপস্থিত ছিলেন।