দামোদর থেকে উদ্ধার হল অভিষেক সহ দুটি দেহ, দ্বিতীয় মৃতদেহটি কার? ধন্দ
আমার কথা, বুদবুদ, ১৫ জুন:
প্রায় ২৪ ঘন্টা পর উদ্ধার হল দামোদর নদে তলিয়ে যাওয়া যুবকের দেহ। স্থানীয় সুত্র মারফত জানা যায় শুক্রবার দুর্গাপুর থেকে ৫-৬ জন যুবকের একটি দল বুদবুদের রণডিহা ড্যামে বেড়াতে আসে। ওই দিন দুপুরে দামোদর নদে স্নান করতে নামে সকলেই। হঠাৎই জলে তলিয়ে যায় দুর্গাপুরের এম এ এম সি-র বাসিন্দা অভিষেক সিং। তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও তার বন্ধুরা ব্যর্থ হওয়ায় সকলেই ভয়ে পাড়ে উঠে আসে।স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে সন্ধ্যা নেমে যাওয়ায় বন্ধ থাকে উদ্ধারকাজ। শনিবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধারকাজ। প্রায় ২৪ ঘন্টা পর এক যুবকের দেহ উদ্ধার হলে উদ্ধারকারী দল নৌকায় তুলে নদের পাড়ে আসতেই দেখা যায় অন্য কোনো এক অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ ওটি। পরে তারও প্রায় এক ঘন্টা পরে উদ্ধার হয় অভিষেকের দেহ। একজন অভিষেক হলেও অন্যজনের দেহ কার সেই নিয়ে ধোঁয়াশা সৃস্টি হয়েছে। তবে কি অন্যজনের দেহ অভিষেকেরই অপর এক বন্ধুর নাকি অন্য কোথাও থেকে দেহ ভেসে এসেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ। দুই জনের দেহ উদ্ধার করে বুদবুদ থানায় নিয়ে যায় পুলিশ। রবিবার দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।