আঠারো পূর্ন হতেই জন্মদিনে রক্তদানে সামিল, কৃষক আন্দোলনে জমানো টাকা দান দুর্গাপুরে দুই কন্যার

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ডিসেম্বরঃ
কথাতেই আছে “charity begins at home” আর এই কথাকেই সত্যি হতে দেখা গেল দুর্গাপুরের এক আইনজীবি পরিবারে। বাবা পেশায় আইনজীবী হলেও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে রক্তদান আন্দোলনে দুর্গাপুরে প্রথম সারিতে তাঁকে দেখা যায় বরাবর আর এরকম একজন সামাজিক মানুষের প্রভাব তাঁর পরিবারে তার প্রভাব পড়বে না এটা তো হতে পারে না।
ছোট থেকেই বাবার এরূপ সামাজিক কাজকর্ম দেখে বড় হয়ে উঠেছে আইনজীবী আয়ুব আনসারির দুই কন্যা আয়েষা ও তনুজা। শুধু দেখা নয় ছোট থেকেই বাবার মুখে শুনে আসছেন সামাজিক আন্দোলনের কথা, বহু অসহায় মানুষের সংগ্রামের কথা। তাই বয়সের দিক থেকে শুধু প্রাপ্ত বয়স্ক হওয়ার অপেক্ষাতেই ছিলেন আয়েষা ও তনুজা। আঠারো বছর পুর্ন হতেই বাবার হাত ধরে রক্তদান আন্দোলনে সামিল হলেন তাঁরা। আজ আয়েশা আঠারো বছর পূর্ণ করার পর আজই সে রক্তদান করে তার এই জন্মদিনটিকে স্মরনীয় করতে চেয়েছিল তাই সেই উপলক্ষ্যে বাবা আয়ুব আনসারীর সহযোগিতায় রক্তদান করলেন। দুর্গাপুর মহকুমা ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় সোমবার আই টি কলোনীর সংলগ্ন মৃত্যুঞ্জয় আবাসনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় আর সেখানেই আয়েশা রক্তদান করেন। তবে বিষয়টি এখানেই সীমাবদ্ধ ছিল না। আয়েষা ও তনুজা দুই বোনের মনে প্রভাব ফেলেছে বর্তমান কৃষক আন্দোলন আর তাই তাদের পাশে দাঁড়াতে দুই বোন তাদের জমানো পাঁচ হাজার টাকা বিধায়ক সন্তোষ দেবরায়ের হাতে তুলে দেন সেই কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
আয়েষা ও তনুজা জানান, ছোট থেকেই বাবাকে দেখেছি এই রক্তদান আন্দোলনে সামিল হয়ে সমাজের জন্য কাজ করতে আর তার থেকেই বুঝেছি এক ফোঁটা রক্ত মানুষের জীবন বাঁচাতে কতটা কাজে লাগতে পারে। সেই অনুপ্রেরনা থেকেই আজকের এই পদক্ষেপ। জন্মদিনের আনন্দ তো থাকবেই কিন্তু তার সাথে যদি সমাজের জন্য কিছু করতে পারি তাহলে মানসিকভাবে তৃপ্তি পাবো এই ভাবনা থেকেই আমাদের এই সিদ্ধান্ত।
আয়েষা ও তনুজার বাবা বিশিষ্ট আইনজীবী আয়ুব আনসারি বলেন, আঠারো পূর্ন হতেই দুই মেয়ে আমাকে বলে যে বাবা আমরা এই রক্তদান আন্দোলনে সামিল হতে চাই। সাথে কৃষক আন্দোলনে ওদের জমানো কিছু টাকাও ওরা দিতে চায়। আর তাই ওদের এই চিন্তাভাবনায় আমি গর্বিত আর তাই এই ইচ্ছে পূরনে আমি ওদের সাহায্য করলাম।