দু’দিন পর উদ্ধার হল নদীতে তলিয়ে যাওয়া যুবকের নিথর দেহ
আমার কথা, মুনমুন দত্ত, পান্ডবেশ্বর, ২১ সেপ্টেম্বর:
দু’দিন পর নদীর জলে ভেসে উঠলো নিখোঁজ যুবকের মৃতদেহ। শনিবার সকাল সাতটা নাগাদ দেহটি ভেসে ওঠে কেন্দ্রা পঞ্চায়েত এলাকার পীরস্থান পাম্প হাউস ঘাটে। ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার বীরভূমের ভবানীগঞ্জে বন্ধুদের সাথে ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছিল শ্যামলা পঞ্চায়েতের ছত্রিশ গন্ডার বাসিন্দা যুবক প্রসেনজিৎ বাদ্যকর। মাঠে পৌঁছাতে সড়ক পথের পরিবর্তে তারা নদী পথ পেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। নদীর জলে নেমে কিছুদূর যাওয়ার পর হঠাৎই দুই বন্ধু সহ প্রসেনজিতের পা-হড়কে কে যায়। সে সময় নদী ঘাটে চান করতে আসা লোকজনের ঘটনাটি নজরে আসে। তারা দ্রুত দু’জনকে জলে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে। কিন্তু প্রসেনজিৎ জলের স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। মর্মান্তিক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ। এরপর স্থানীয়দের সহযোগিতায় নদীর জলে উদ্ধারকাজের নামে পুলিশ, কিন্তু খোঁজ মেলেনি প্রসেনজিতের। শুক্রবার উদ্ধার কাজের জন্য আসানসোল থেকে নিয়ে আসা হয় প্রশিক্ষিত ডুবুরিদের একটি দলকে। দিনভর নদীর জলে তল্লাশি চালিয়েও মিলেনি সাফল্য। অবশেষে শনিবার সকাল সাতটা নাগাদ ঘটনাস্থলের থেকে প্রায় দু কিলোমিটার দূরে কেন্দ্রা গ্রামের পীরস্থান পাম্প হাউস ঘাটে প্রসেনজিতের মৃতদেহ ভেসে ওঠে। সকালে নদী ঘাটে যাওয়ার লোকজন নজরে আসে দেহটি। খবর পেয়ে সেখানে পৌছাই পুলিশ ও মৃত যুবকের আত্মীয় পরিজনেরা। ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে থানাতে নিয়ে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ।