পানাগড় বাইপাসে ডাম্পার দুর্ঘটনায় আহত ২
admin
February 16, 2021
আমার কথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ১৬ফেব্রুয়ারীঃ
মঙ্গলবার সকালে পাথর বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পানাগড় বাইপাসে সোঁয়াই মোড়ের কাছে কোলকাতা যাবার সময় বাইপাসের ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হয় ডাম্পারের চালক ও খালাসি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ।