দুর্গাপুরে চুরি করতে গিয়ে গণপ্রহারের শিকার দুই দুষ্কৃতি
আমার কথা, দুর্গাপুর, ২৯ ডিসেম্বরঃ
বাড়িতে সকল সদস্যের উপস্থিতিতে ঘরের ভিতর দুষ্কৃতির প্রবেশ ঘটল। ভয় দেখিয়ে ছিনিয়ে নিয়েও গেল গৃহস্থের গায়ের গয়নাও। তবে বাড়ির সদস্য ও প্রতিবেশীদের তৎপরতায় ধরা পড়ে গেল দুই দুষ্কৃতির মধ্যে একজন। অপরজন এখনো অধরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির অন্তর্গত কালীগঞ্জ বিবাকানন্দ পার্কে।
জানা গিয়েছে, রবিবার আনুমানিক ভোর ৪টে ৪৫ নাগাদ দুই দুষ্কৃতী এলাকার এক ব্যাক্তির বাড়িরব ভ পিছন দিকের রাস্তা দিয়ে পাঁচিল টপকে ঘরে ঢুকে যায়, এরপরই চড়াও হয় চোর।ভয় দেখিয়ে গলায় থাকা শোনার চেন ও হাতের আংটি ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা কিন্তু বাড়ি মালিকের চেঁচামেচি তে ছুটে আসেন প্রতিবেশীরা। এলাকাবাসী দের তৎপরতায় বেশি দূর যাওয়ার আগেই ধরা পরে যায় একজন এবং অন্য জন পালিয়ে যায়।
তারপরই তাকে গণপিটুনি দিয়ে তুলে দেওয়া হয় পুলিশ এর হাতে। অপরদিকে জানা যায় এই একই দিনে জানালা দিয়ে ফোন চুরির ঘটনা ঘটে মাত্র ঘটনাস্থল থেকে ২কিমি দূরে, যদিও সেখানেও ধরা পরে যায় চোর তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধান নগর ফাঁড়ির পুলিশ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। এলাকার বাসিন্দা সঞ্জয় সাঁপুই জানান, রাতের বেলায় অচেনা লোকজনদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা বলেও অভিযোগ জানান তাঁরা।