দুর্গাপুরে কোটি টাকা ছিনতাইয়ে আসানসোলের আরো দুই ব্যবসায়ীর যোগ?
আমার কথা, দুর্গাপুর, ৯ সেপ্টেম্বর:
দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলার কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় একদিকে যেমন নাম জড়িয়েছে তিন পুলিশ কর্মীর তেমনই গ্রেফতার হয়েছে আরো তিন ব্যবসায়ী। এই তিন ব্যবসায়ীর সাথে নতুন ব্যবসায়িক চুক্তি করতেই আসানসোলে এসেছিলেন দিল্লির রেলের ঠিকাদার ওই ব্যবসায়ী৷ কিন্তু তারই মাঝে ঘটে এই ছিনতাই এর ঘটনা। শনিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে কারোর জেল হেফাজত তো কারোর পুলিশী হেফাজত হয়৷ এদিকে পুলিশ তদন্তে নেমে নানা সুত্র ধরে
আসানসোলের সালানপুর থানা এলাকায় ব্যাপক অভিযান চালায় সোমবার। দুটি বাড়িতে অভিযান চালায় পুলিশের বিশাল টিম। পুলিশ সূত্র মারফত জানা গেছে, দুর্গাপুরের কোটি টাকার ছিনতাই ঘটনায় এই অভিযান বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সালানপুর থানার পিঠাকেয়ারির এলাকার ব্যবসায়ী পৃথ্বীরাজ জয়সওয়াল ও রূপনারায়নপুরের হঠাৎ কলোনির ব্যবসায়ী অজয় দাসের বাড়িতে এই অভিযান চালায় পুলিশ। এইদিন দুর্গাপুর থানা, সালানপুর থানা ও রূপনারায়নপু ফাঁড়ির পুলিশ এই দুই ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালায়। জানা গিয়েছে, পুলিশ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে। পাশাপাশি দুটি বাড়ি সিল করে। তাছাড়া খবর সূত্রে জানা যায় পৃথ্বীরাজ জয়সওয়ালের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
অজয় দাসের স্ত্রী চঞ্চল কুমারী জানান, দুর্গাপুর থানা থেকে পুলিশ এসে তাঁকে বলে যে অজয় দাসের বাড়িতে অনেক টাকা রাখা আছে, বাড়িতে তল্লাশী চালানো হবে। যদিও তল্লাশিতে কোনো টাকা পাওয়া যায়নি বলেও জানান চঞ্চল কুমারী। ছিনতাই এর ঘটনার সাথে এই দুই ব্যবসায়ীর কি সম্পর্ক সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।