দুর্গাপুর স্টেশনে আরো দুটি চলমান সিঁড়ি
admin
September 7, 2023
- আমার কথা, দুর্গাপুর, ৭ সেপ্টেম্বর:
দুর্গাপুর স্টেশনে চালু হলো নতুন অত্যাধুনিক দুটি চলমান সিঁড়ি। বৃহস্পতিবার বিকেলে যার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দীর্ঘদিনের দাবি মেনে যাত্রীদের সুবিধার্থে আরো দুটি প্ল্যাটফর্মে চলমান সিঁড়ির উদ্বোধন করা হলো। এদিন বিকেলে এরপর পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেন সাংসদ। সেখানে তিনি পূর্বাঞ্চল এক্সপ্রেস এর পানাগড়ের স্টপেজ এর উদ্বোধন করবেন।