পানাগড়ে জলের ট্যাংকারের সাথে গাড়ির ধাক্কায় মৃত্যু দুজনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৯নভেম্বরঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল একটি চার চাকা গাড়ীর দুই আরোহী। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পানাগড়ে ২নং জাতীয় সড়কের উপর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আজ অর্থাৎ সোমবার ওই চারচাকা গাড়িটি বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় পানাগড়ে জাতীয় সড়কের গাছে জল দেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছিল একটি জলের ট্যাংকার। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই জলের ট্যাংকারে গিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সহ দুজনের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় দুর্গাপুরগামী লেনে। পরে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি সরিয়ে নিয়ে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।