সরকারী চাকরী পাইয়ে দেওয়ার নামে প্রতারনার অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার দুই ব্যাক্তি

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭ সেপ্টেম্বরঃ
সরকারী চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা নিয়ে প্রতারনার অভিযোগে দুই জন ব্যাক্তিকে গ্রেফতার করে শুক্রবার ফের আদালতে তুলল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। ধৃত সোমনাথ চক্রবর্তী ও সঞ্জয় দাস দুর্গাপুরের বাসিন্দা। অপরদিকে দুর্গাপুরের বাসিন্দা দিব্যেন্দু আচার্য্যের অভিযোগের প্রেক্ষিতে ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বনদপ্তরে চাকরী পাইয়ে দেওয়ার নাম করে অভিযুক্ত ওই দুই ব্যাক্তি দিব্যেন্দু আচার্য সহ তিনজন ব্যাক্তির কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। সাথে তাদের নিয়োগপত্রও দেয় ও বীরভূমের একটি জঙ্গল দেখিয়ে সেটি তাদের কর্মস্থল বলে দেখায়। এরপর এই তিনজনের মধ্যে একজন যিনি দিব্যেন্দুবানুর বন্ধু, তিনি কাজে যোগ গিয়ে জানতে পারেন তাদের সাথে প্রতারনা করা হয়েছে, দেওয়া হয়েছে ভুয়ো নিয়োগপত্র। বিষয়টি প্রকাশ্যে আসার পর কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দিব্যেন্দু আচার্য। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্ত দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। তবে ওই দুই ব্যাক্তির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে তারা দাবি করে যে তাদের ফাঁসানো হয়েছে। তবে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে