“গার্জেন কল” করা হবে, ভয়ে আত্মহত্যার চেষ্টা দুই ছাত্রীর

আমার কথা, দুর্গাপুর, ১০ ফেব্রুয়ারীঃ
বাবা মাকে ডেকে দুষ্টুমির কথা বলা হবে তাই ভয়ে আত্মহত্যার চেষ্টা করলো সপ্তম শ্রেণীর দুই ছাত্রী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের একটি বেসরকারি স্কুলে। প্রাথমিক চিকিৎসার পর ওই দুই ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তাঁরা সুস্থ আছে।
দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ে নুসরত জাহান ও দীপান্বিতা দত্ত। স্কুলে দুষ্টুমি করছে বলে ওই স্কুলের এক শিক্ষিকার কাছে বার বার অভিযোগ জানানো হচ্ছিল বলে ওই দুই ছাত্রীকে ডেকে তাঁদের অভিভাবকদের ফোন নাম্বার চাওয়া হয়। বাবা মায়ের কাছে বকা খাওয়ার ভয়ে মঙ্গলবার ওই দুই ছাত্রী স্কুলের শৌচালয়ে গিয়ে ফিনাইল খেয়ে নেয় বলে ছাত্রীদের অভিভাবকরা জানান।
এদিকে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য্য জানান, “আমাদের স্কুলে প্রতিদিন স্কুল ছুটির আগে শৌচালয়গুলি ফিনাইল দিয়ে পরিষ্কার করা হয়। এদিন বোতলগুলিতে ভাগ্যক্রমে ফিনাইল ছিল না। সেগুলিতে জল ভরে রাখা ছিল। ওই ছাত্রী বাবা মায়ের কাছে বকা খাওয়ার ভয়ে সেই বোতল থেকে একে অপরকে জল মুখে ঢেলে খাইয়ে দেয়। আমরা বিষয়টি জানা মাত্রই ছাত্রী দুজনকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে বর্তমানে তাঁরা সুস্থ আছে। কোনো ছাত্রী যদি স্কুলে দুষ্টুমি করে তাঁদের তো এখন শাসন করাই যায় না। কিন্তু বিষয়টি অন্তত তাঁদের অভিভাবকদের না জানালাএ পড়ে আমাদেরই দোষের ভাগী হতে হয়। এটুকুতেই যদি তাঁরা এই ধরনের পদক্ষেপ নিয়ে ফেলে তাহলে তো স্কুলই আর চালানো যাবে না।”
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মন্ডল জানান, “দুজন ছাত্রী একে অপরকে ফিনাইল খাইয়েছিল। তবে আমরা চিকিৎসা করেছি। বর্তমানে তাঁরা ভাল আছে।”