চোরাই লোহার সামগ্রী সহ রাজবাঁধে গ্রেফতার ২ যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৮ ডিসেম্বরঃ
লোহার সামগ্রী চুরি করে পালানোর সময় কাঁকসার রাজবাঁধ এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। শুক্রবার ভোর রাত্রে কাঁকসা থানার রাজবাঁধ এলাকায় দুই যুবক বাঁশকোপা এলাকার বিভিন্ন কারখানা থেকে বস্তায় করে লোহার সামগ্রী চুরি করে নিয়ে পালানোর সময় কাঁকসা থানার টহলরত ভ্যানে পুলিশ কর্মীরা দেখতে পেয়ে তাদের আটকায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা লোহার সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছিল। পানাগড় এর দার্জিলিং মোড়ের বাসিন্দা অসীম মন্ডল এবং পানাগড় গ্রাম সংলগ্ন ক্যানেল পাড় এর বাসিন্দা সুরজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ। ধৃত দুজনকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।