শনিবার খোলা থাকবে উখরা বাজার? ধন্দ কাটালো প্রশাসন
আমার কথা, উখরা, ১২ জুলাই:
উখড়া বাজারের ফুটপাত দখল মুক্ত করা নিয়ে দোকানদার ও গ্রামবাসীদের বিরোধের কারণে শুক্রবার সকাল থেকেই ছড়িয়েছিল চাপা উত্তেজনা। শুক্রবার আচমকাই সমস্ত বাজার বন্ধ করে দেন ব্যবসায়ীরা, যা নিয়ে ক্ষোভ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রতিবাদে শুক্রবার স্থানীয় বাসিন্দাদের একাংশ দলবদ্ধভাবে বাজারের দোকানপাট বন্ধ করে দেয়। শনিবারও বাজার বন্ধ থাকবে বলে জানিয়ে দেন তারা। এরপরই বিষয়টি সমাধানের জন্য উদ্যোগী হয় প্রশাসন। দুপুরে অন্ডাল বিডিও অফিসে বিডিওর পৌরহিততে বৈঠক হয়। বিডিও ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পক্ষে কালোবরণ মন্ডল, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগল, রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা। প্রশাসনের অনুরোধে শনিবার বাজার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়। এদিন সন্ধ্যাবেলায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সে কথা জানানো হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয় ফুটপাত দখল করে কেউ পসরা নিয়ে যেন না বসে। সূত্র মারফত জানা যায় বাজারের ফুটপাত দখল মুক্ত, ও অবৈধ নির্মাণ ভাঙতে যে প্রক্রিয়া পঞ্চায়েত শুরু করা হয়েছে। সেই প্রক্রিয়া কার্যকর করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাই পঞ্চায়েতের প্রতিনিধিরা। সম্ভবত সোমবার একটি প্রশাসনিক দল তা খতিয়ে দেখতে উখড়া বাজার আসতে পারে।