প্রশাসনের অজান্তেই “রহস্যময়” হেলিকপ্টারের আনাগোনা দামোদরের চরে
আমার কথা, পূর্ব বর্ধমান(খন্ডঘোষ), ১৮ জানুয়ারীঃ
রহস্যজনক দুটি হেলিকপ্টার, দিন কয়েক ধরে আকাশপথে একই দিশা ধরে আসছে, দামোদরের চরে নামছে আবার ফিরে যাচ্ছে। ফলে এই ঘটনাকে ঘরে একদিকে যেমন রহস্য তৈরী হয়েছে তেমনি আতঙ্কও ছড়িয়েছে খন্ডঘোষ, গলসী ও পাত্রসায়র এলাকায়।
জানা গিয়েছে গত ১৫ জানুয়ারী একটি সাদা হেলিকপ্টার এসে নেমেছিল দামোদরের চরে। মিনিট দশেক দাঁড়িয়ে থেকে আবার উড়ে যায়। লক্ষ্যনীয় বিষয় ছিল যে ওই হেলিকপ্টার থেকে কাউকে নামতে দেখা যায়নি। এরপর ফের আজ অর্থাৎ মঙ্গলবার ফের একটি বড় হেলিকপ্টার এসে সেই দামোদরের চরে নামে। তবে এবার কিন্তু ওই হেলিকপ্টার থেকে ২০ জন মানুষকে ওই চরে নামতে দেখা যায়। এবারে তারা চরে বেশ কিছু সময় হাটাহাটি করে ফের হেলিকপ্টারে করে ফিরে যায়।
এরকম ঘটনাকে ঘিরে উঠছে নানা প্রশ? কোথা থেকে আসছে এই হেলিকপ্টার, কারা আসছে আর কিই বা তাদের উদ্দেশ্য?
হেলিকপ্টার গুলি মূলতঃ খন্ডঘোষের রূপসা আর গলসীর দাদপুর এর মাঝামাঝি জায়গায় এসে নামছে। তবে এই বিষয়ে খন্ডঘোষ কিংবা গলসী থানার কারুর কাছেই কোনো খবর নেই। খবর নেই জেলা প্রশাসনের কাছেও।
জেলাশাসক ( ভূমি রাজস্ব )ঋদ্ধি সেন বলেন , “শুনেছি হেলিকপ্টার আসছে। কিন্তু সরকারী কোনো খবর নেই। কারা আসছে জানা নেই।”