দিনে দুপুরে টর্চ জ্বালিয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরের বেকার যুবক যুবতীদের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩ডিসেম্বরঃ
দুর্গাপুরে যেকোনো সরকারি এবং বেসরকারি কর্মসংস্থানে নিয়োগের ক্ষেত্রে বিশেষত দুর্গাপুর ইস্পাত কারখানায় স্থানীয় শিক্ষিত যুবক যুবতীদের অগ্রাধিকার দিতে হবে এই দাবিকে সামনে রেখে বুধবার টিএ বিল্ডিংয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয় ” দুর্গাপুর ইয়ুথ ফোরাম” এর পক্ষ থেকে।
এই বিক্ষোভ কর্মসূচীতে শিক্ষিত যুবক যুবতী এবং তাদের অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা যায়, তাদের মূল দাবি পূর্বের ন্যায় নিয়োগ প্রক্রিয়াকে স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে করতে হবে এবং যতদিন না তাদের এই দাবি মেনে নেওয়া হবে ততদিন তারা তাদের এই লড়াই আন্দোলন চালিয়ে যাবেনl
এদিনের এই বিক্ষোভ কর্মসূচী চলাকালীন ফোরামের যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ গোমস্তা এবং জয়দীপ বোস এবং এই ফোরামের উপদেষ্টা সুকান্ত রক্ষিতও তাপস রায় এই চারজনের একটি টিম সিজিএম টাউন সার্ভিস ডিএস পি/ এসএস পি মাননীয় শ্রী রজত কুমার সিনহা মহাশয় এর সঙ্গে দেখা করেন এবং ডেপুটেশন জমা দেন এবং কর্তৃপক্ষের থেকে আশাব্যঞ্জক আশ্বাস পাওয়া গেছে বলেও তারা জানান, এবং আগামী দিনে আরও বড় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হবে দুর্গাপুরের বুকে এবং এই বিক্ষোভ কর্মসূচীতে যাতে আরো বেশি সংখ্যক শিক্ষিত যুবক যুবতীরা এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন এবং ” দুর্গাপুর ইয়ুথ ফোরামের ” সঙ্গে যুক্ত হন তার জন্য আহবান জানান।