স্থানীয়দের চাকরীর দাবিতে ডিএসপির সামনে বেকার যুবক যুবতীদের অরাজনৈতিক বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯ডিসেম্বরঃ
দীর্ঘকাল যাবত বঞ্চিত হয়ে আসা দুর্গাপুরের স্থানীয় শিক্ষিত বেকার যুবক যুবতীরা যৌথ এবং ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলেছেন ” দুর্গাপুর ইয়ুথ ফোরাম” নামে একটি সংগঠন আর সেই সংগঠনের পক্ষ থেকে আজ শনিবার সকাল ৮টা নাগাদ দূর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে এক অরাজনৈতিক বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছিল। এই বিক্ষোভ কর্মসূচীতে দুর্গাপুরের শিক্ষিত যুবক যুবতী এবং তাদের অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায় l
এই ফোরামের মূল দাবি দুর্গাপুর শিল্পাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় সরকারি এবং বেসরকারি সমস্ত কর্মসংস্থান গুলিতে বিশেষত শিল্পাঞ্চল দুর্গাপুরের মেরুদন্ড দুর্গাপুর ইস্পাত কারখানায় নিয়োগের ক্ষেত্রে স্থানীয় শিক্ষিত বেকার যুবক যুবতীদের অগ্রাধিকার দিতে হবে সাথে দুর্গাপুর এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে পূর্বের ন্যায় নিয়োগ প্রক্রিয়াকে চালু করতে হবে।
এই ফোরামের যুগ্ন আহ্বায়ক বিশ্ব্বজিৎ গোমস্তা বলেন, আর কতদিন তাদের এই ভাবে বঞ্চনার শিকার হতে হবে, দুর্গাপুরের বুকে এত শিল্প-কারখানা থাকা সত্বেও দুর্গাপুরের অধিকাংশ শিক্ষিত বেকার যুবক যুবতীরা সুযোগ পাচ্ছে না। তাদের দুর্গাপুরের বাইরে চাকরির জন্য চলে যেতে হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে বহিরাগতদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে l
দুর্গাপুর ইয়ুথ ফোরামের যুগ্মআহ্বায়ক বিশ্বজিৎ গোমস্তা ও জয়দীপ বোস তাদের ফোরামের সকল সদস্যদের পক্ষ থেকে দল-মত নির্বিশেষে দুর্গাপুরের সকল সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন, এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন গুলি ও সকল ভাষাভাষী স্থানীয় সকল অংশের মানুষকে তারা তাদের এই আন্দোলনে সামিল হওয়ার সাথে সাথে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাদের ডাকে সাড়া দিয়ে সর্বপ্রথম শ্রমিক সংগঠন এইচ এম এস এর সাধারন সম্পাদক সুকান্ত রক্ষিত দুর্গাপুর ইয়ুথ ফোরামের এই আন্দোলনে তাদের পাশে থাকার এবং সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
খুব শীঘ্রই তারা দলবদ্ধভাবে দীর্ঘ আন্দোলনের পথে অগ্রসর হবেন বলে দুর্গাপুর ইয়ুথ ফোরামের সদস্যরা জানিয়েছেন ইতিমধ্যে তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, দল-মত-নির্বিশেষে এই আন্দোলনকে আরও জোরদার করতে হবে বলে তারা জানান, এই ফোরামের এই আন্দোলনে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ব্যবহার করা হবে না বলেও তারা পরিষ্কার জানান চাকরির দাবিকে সামনে রেখে এই প্ল্যাটফর্ম সম্পূর্ণ অরাজনৈতিক l
তাদের এই দাবি তারা দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ ও ইস্পাত মন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছেন বলেও তারা জানান।