পানাগড় রেলব্রিজের তলায় জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ৩১আগস্টঃ
পানাগড় রেলব্রিজের তলায় রেললাইনের ধারে জলাশয় থেকে বছর চল্লিশের এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হল। সোমবার সকালে স্থানীয় লোকজন ওই ব্যাক্তিকে জলাশয়ে ভাসতে দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। বুদবুদ থানার পুলিশ ও পানাগড় রেলপুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। মৃতি ব্যাক্তির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবতঃ ওই ব্যাক্তির মৃগি রোগ ছিল আর তাঁর কারনেই জলে ডুবে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারন জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর। সাথে মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। তা জানতে পুলিশ খোঁজ খবর করতে শুরু করেছে।