রাজ্যের শ্রম প্রতিমন্ত্রীর উপর হামলার ঘটনায় পুলিশ মন্ত্রীর ব্যার্থতাকে দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৮ফেব্রুয়ারীঃ
পান্ডবেশ্বর বিধানসভার গৌরবাজার এলাকায় বনভোজনে এসে মন্ত্রী বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন। তিনি বলেন বৃহঃস্পতিবার যেভাবে একজন মন্ত্রীর উপর রেল স্টেশনে রিমোর্ট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে আঘাত হানা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। তবে তিনি মনে করেন এই ব্যাপারে বিজেপির উপর দোষ না দিয়ে পুলিশ মন্ত্রীর এটা ভাবা উচিৎ কেন এমন হল। বাবুল বলেন বিজেপি এ ধরনের রাজনীতি করে না। পুলিশ এই ব্যাপারে ব্যর্থ ,কারণ একজন মন্ত্রীর উপর হামলা হবে তাও আবার রিমোর্ট কন্ট্রোল বোমা দিয়ে অথচ পুলিশ কিছু জানতে পারলো না। পশ্চিমবাংলায় মন্ত্রীরাও নিরাপদ নয়। এটা পুলিশের ব্যর্থতা বলে তিনি মনে করেন। তিনি এও বলেন জঙ্গি সংগঠন লস্করে তৈবার যে ৯ জন কে সারা ভারতবর্ষ থেকে ধরা হয়েছিল,তার মধ্যে ৭ জন পশ্চিমবঙ্গে ছিল।
আর ‘খেলা হবে’ প্রশ্নে মন্ত্রী বলেন,আমরা গুন্ডাদের সঙ্গে খেলি না। আমরা মানুষের সঙ্গে আছি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন” দিদি আলিপুর জেল কে কেন নীল সাদা রং করেছেন, ভোট বাদ দিয়ে সেখানে কি তৃণমূল নেতারা কিত কিত খেলবেন “? বাবুল সুপ্রিয় আরো বলেন যে ২০২১ এর ভোটে তৃণমূলকে বঙ্গোপসাগরে নয় একেবারে আরব সাগরে ফেলে দেওয়া হবে। আর মানুষ সে ব্যবস্থা করবে।