ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দুর্গাপুরে এক দৌড় প্রতিযোগিতার আয়োজন
আমার কথা, দুর্গাপুর, ১৭ জানুয়ারী:
ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও হিন্দুস্তান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের সহযোগিতায় আগামী ২০শে জানুয়ারি “ঐক্যের দৌড়” শীর্ষক এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ইস্পাত নগরী দুর্গাপুরে। সুস্থ ক্রীড়া ও সমাজ চেতনায় উদ্বুদ্ধ এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা দুই বিভাগে অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য তিন কিলোমিটার এবং পুরুষদের জন্য ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এ কথা জানান উদ্যোক্তারা। রি “ঐক্যের দৌড়” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্গাপুরের দুই মহিলা ক্রীড়াবিদ শিল্পা বর্ধন ও সমাপ্তি ঘোষ। আন্তর্জাতিক স্তরে কিক বক্সিংয়ে পদকজয়ী শিল্পা বর্ধন এবং জাতীয় স্তরে হাই জাম্পে স্বর্ণ জয়ী সমাপ্তি ঘোষ। মহিলা ও পুরুষ দুই বিভাগে প্রথম পুরস্কার পাঁচ হাজার টাক, দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা, তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা ও চতুর্থ পুরস্কার এক হাজার টাকা করে ধার্য করা হয়েছে। পঞ্চম থেকে দশম স্থানাধিকারীদের জন্য ৫০০ টাকা করে পুরস্কার ধার্য করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।