জিতেন্দ্রকে মানতে নারাজ, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি বিজেপির একাংশের
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৪ফেব্রুয়ারীঃ
সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে এবার দেওয়াল লিখনে ক্ষোভ উগরে দিল বিজেপি কর্মীদের একাংশ। বুধবার রাতে বিজেপি কর্মীদের দেওয়াল লিখতে দেখা যায় পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের ঝাঝরাগ্রাম, তিলাবনি,নাকরাকোন্দা এলাকাগুলিতে।
উল্লেখ্য গত মঙ্গলবার পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক ঘাসফুল শিবির ছেড়ে যোগ দেন পদ্মফুল শিবিরে। বিজেপির কেন্দ্রীয় ও জেলা স্তরের নেতারা তাকে দলে স্বাগত জানালেও ক্ষোভ যে জমছিল দলের নিচুতলার কর্মীদের মধ্যে, বুধবার রাতে লাউদোহার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে তারই বহিঃপ্রকাশ ঘটে বলে মত এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের। দেওয়ালে লেখা রয়েছে ”বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন”। এলাকার বিজেপি কর্মীদের আশঙ্কা দলে যোগ দেওয়ায় হয়তো জিতেন তেওয়ারিকে পাণ্ডবেশ্বরে প্রার্থী করা হতে পারে। তাকে প্রার্থী করা হলে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানানো হবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি কর্মী। ঐ কর্মী আরো বলেন তৃণমূলের বিধায়ক থাকাকালীন জিতেন্দ্র তিওয়ারি বিজেপির অনেক কর্মী সমর্থকদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন। মিথ্যা কেস দিয়ে থানায় ও জেলেও ভরেছেন। এখন দল যদি তাকেই প্রার্থী করে তাহলে সেটা মেনে নেওয়া সম্ভব নয় বলে ওই কর্মী ক্ষোভের সাথে জানান। এ ব্যাপারে জিতেন তেওয়ারির কোনো প্রতিক্রিয়া মেলেনি।
তবে পাণ্ডবেশ্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন শুধু বিজেপি কর্মী সমর্থকদের নয়, তৃণমূলের ও যারা বিধায়কের কাজের ব্যাপারে প্রশ্ন তুলেছেন তাদেরকেও তিনি ছাড়েননি। সেই কারণে বহু পুরনো তৃণমূল কর্মী দল ছেড়ে বসে ছিলেন এতদিন। উনি পদ্মফুল শিবিরে যোগ দেওয়ায় আমাদের আপদ বিদায় হয়েছে। এবার বিজেপির কর্মীরা সেই আপদ সামলাক বলে মন্তব্য করেন নরেন বাবু।
অন্যদিকে বিজেপির জেলা নেতা ছোটন চক্রবর্তী জানান জিতেন তেওয়ারি কে দলে নেওয়া হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য কমিটির নির্দেশে। আমাদের শৃঙ্খলা পরায়ন দল তাই দলের নির্দেশ সবার মেনে চলা উচিত। জিতেন তেওয়ারিকে দলে নেওয়া হয়েছে বলে যে তাকেই প্রার্থী করা হবে এরকম কোন কথা নেই। তবে তৃণমূলে থাকাকালীন দলের কর্মীদের উপর যে জিতেন তেওয়ারির নির্দেশে অত্যাচার হয়েছে সে কথা স্বীকার করেন ছোটন বাবু। জিতেন তেওয়ারির বিরুদ্ধে দেওয়াল লিখন ও তার বিরুদ্ধে দলের নিচুতলার কর্মীদের ক্ষোভ বিজেপি কিভাবে সামলাই এখন সেটাই দেখার।